1. siddharthatv.com@gmail.com : Siddhartha TV : Siddhartha TV
  2. : admin :
  3. news@siddharthatv.com : newsdesk :
শুক্রবার, ১৭ মে ২০২৪, ১২:১১ অপরাহ্ন

প্রশিক্ষণ না থাকলে অত্যাধুনিক সমরাস্ত্র ব্যবহার সম্ভব নয় : সেনাপ্রধান

Reporter Name
  • Update Time : সোমবার, ২৬ ডিসেম্বর, ২০২২
  • ১১৬ Time View
প্রশিক্ষণ না থাকলে অত্যাধুনিক সমরাস্ত্র ব্যবহার সম্ভব নয় : সেনাপ্রধান
প্রশিক্ষণ না থাকলে অত্যাধুনিক সমরাস্ত্র ব্যবহার সম্ভব নয় : সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বলেছেন, ‘আমরা নতুন নতুন অস্ত্র এনেছি অনেক। যতগুলো এনেছি তার সিংহভাগই আনা হয়েছে প্রশিক্ষণের জন্য। প্রশিক্ষণ শেষে অস্ত্রগুলো পরিচালনার সক্ষমতা যাচাই করা হবে। প্রশিক্ষণ না থাকলে অত্যাধুনিক সমরাস্ত্র ব্যবহার সম্ভব নয়।’
বুধবার (২১ ডিসেম্বর) করেরহাট ইউনিয়নের হাবিলদারবাসা এলাকায় গরীব দুঃস্থদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
তিনি বলেন, গত ১৯ ডিসেম্বর থেকে শীতকালীন প্রশিক্ষণের জন্য সেনা নিবাসের আশেপাশের বিভিন্ন স্থানে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। আমরা যখন শীতকালে এই প্রশিক্ষণ করি তখন এ সুযোগটা নিয়ে কিছুটা কল্যাণমূলক কাজ করার চেষ্ঠা করি। শুধু তাই নয় বাংলাদেশ সেনাবাহিনী দুঃস্থদের জন্য চিকিৎসা ও কিছু কিছু ক্ষেত্রে ঔষধ বিতরণ করে থাকে।’

তিনি আরোও বলেন, ‘আমরা যখন শীতকালীন প্রশিক্ষণে আসি তখন খেয়াল রাখি যাতে করে জনগণের কোন ক্ষতি না হয়’।

এসময় ৫০০ জন শীতার্থের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে ২৪ পদাতিক ডিভিশনের জিওসি, এরিয়া কমান্ডার, ৭ স্বতন্ত্র বিগেড ছাড়াও করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন সহ জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 sidharthatv.com
কারিগরি সহযোগিতায়: