1. siddharthatv.com@gmail.com : Siddhartha TV : Siddhartha TV
  2. : admin :
  3. news@siddharthatv.com : newsdesk :
শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৮:১২ পূর্বাহ্ন

বৃহত্তর হোয়ারাপাড়া বৌদ্ধ কল্যাণ সমিতি চট্টগ্রাম মহানগর উদযাপন করেছে প্রতিষ্ঠার দুই দশক পূর্তি

উৎফল বড়ুয়া
  • Update Time : সোমবার, ২৬ ডিসেম্বর, ২০২২
  • ১০৭ Time View
বৃহত্তর হোয়ারাপাড়া বৌদ্ধ কল্যাণ সমিতি চট্টগ্রাম মহানগর উদযাপন করেছে প্রতিষ্ঠার দুই দশক পূর্তি
বৃহত্তর হোয়ারাপাড়া বৌদ্ধ কল্যাণ সমিতি চট্টগ্রাম মহানগর উদযাপন করেছে প্রতিষ্ঠার দুই দশক পূর্তি

হাঁটি হাঁটি, পা-পা করে পূর্ণ যৌবনের স্পৃহা নিয়ে বৃহত্তর হোয়ারাপাড়া বৌদ্ধ কল্যাণ সমিতি-চট্টগ্রাম মহানগর উদযাপন করেছে প্রতিষ্ঠার দুই দশক পূর্তি। কাতালগঞ্জস্থ নব পণ্ডিত বিহার মিলনায়তনে গত ২৫ ডিসেম্বর সংগঠনের দুই দশক পর্তিতে বৃহত্তর হোয়ারাপাড়া গ্রামের প্রয়াত সাংঘিক ও গৃহী ব্যক্তিদের স্মরণে বৈকালিক অষ্টপরিস্কারসহ মহাসংঘদান, সংবর্ধনা ও স্মৃতিচারণ সভার সভাপতিত্ব করেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার ঊর্ধ্বতন সহ-সভাপতি, সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক সদ্ধর্মরত্ন জ্ঞানানন্দ মহাথের। প্রধান জ্ঞাতির আসন অলংকৃত করেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সহ-সভাপতি অধ্যাপক বিপুলানন্দ মহাথের। অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করবেন অগ্রসার মেমোরিয়াল সোসাইটি অব বাংলাদেশ’র মহাসচিব, মহামান্য মহাসংঘনায়ক শ্রীসদ্ধর্মভাণক বিশুদ্ধানন্দ মহাথের’র সুযোগ্য উত্তরসূরী শাসনরত্ন সুমিত্তানন্দ থের। প্রধান ধর্মদেশক হিসাবে উপস্থিত থেকে ধর্মদান করেন আর্যশ্রাবক সাধনানন্দ মহাস্থবির বনভান্তে’র অন্যতম শিষ্য ভদন্ত মেত্তাবংশ মহাস্থবির। সংবর্ধিত অতিথি ছিলেন নব পণ্ডিত বিহারের অধ্যক্ষ ধর্মদূত অধ্যাপক ড. উপানন্দ মহাথের। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে ভদন্ত বজিরানন্দ মহাথের, ভদন্ত তিস্সানন্দ মহাথের, ভদন্ত শাসনবংশ মহাথের, ভদন্ত সংঘানন্দ থের, সদ্ধর্মদেশক ছিলেন ভদন্ত দেববংশ থের, ভদন্ত তনহংকর থের, ভদন্ত সুমনানন্দ থের, করুণানন্দ ভিক্ষু, ভদন্ত জ্ঞানেন্দ্রিয় ভিক্ষু, ভদন্ত রতনানন্দ ভিক্ষু, পবিত্র ত্রিপিটক থেকে মঙ্গলাচরণ পাঠ করেন ভদন্ত ইন্দ্রশ্রী ভিক্ষু। সম্মানিত অতিথি ছিলেন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ’র যুগ্ম-মহাসচিব দেবপ্রিয় বড়ুয়া, কমলেন্দু বিকাশ বড়ুয়া, অধ্যক্ষ (অব.) দীপক তালুকদার। স্বাগত ভাষন প্রদান করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ অনিল কান্তি বড়ুয়া, সম্পাদকীয় প্রতিবেদন পাঠ করেন লায়ন উজ্জ্বল কান্তি বড়ুয়া, পঞ্চশীল প্রার্থনা করেন মুক্তিযোদ্ধা রবীন্দ্র লাল বড়ুয়া। শুভেচ্ছা বক্তব্য রাখেন ড. সুব্রত বরণ বড়ুয়া, তাপস কুমার বড়ুয়া (অব. শিক্ষক), বিপ্লব বড়ুয়া বটু, তাপস কান্তি বড়ুয়া, দিলীপ কুমার বড়ুয়া, অলক বড়ুয়া। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন অবিনাশ বড়ুয়া ও প্রকৌশলী সুমন বড়ুয়া। এছাড়া আরো পণ্ডিত প্রবর পূজ্য ভিক্ষু-সংঘ, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ কেন্দ্রিয় কমিটি, চট্টগ্রাম অঞ্চল, যুব শাখা ও মহিলা শাখার নেতৃবৃন্দ, হোয়ারাপাড়া গ্রামবাসী ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 sidharthatv.com
কারিগরি সহযোগিতায়: