1. siddharthatv.com@gmail.com : Siddhartha TV : Siddhartha TV
  2. : admin :
  3. news@siddharthatv.com : newsdesk :
শুক্রবার, ১৭ মে ২০২৪, ১১:৪৭ পূর্বাহ্ন

রংপুর মিঠাপুকুর এর তরুণ প্রজন্মের সম্ভাবনাময়ী প্রতিভাবান শিক্ষার্থী  কেয়া কুজুর এবার অনলাইন টিভি চ্যানেল দি বুড্ডিষ্ট টিভি’র ব্যতিক্রম এক আয়োজন “রৌদ্রের কণায় প্রজন্মের আলো” এ অংশগ্রহণ করছেন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২০
  • ২৭৪ Time View
রংপুর মিঠাপুকুর এর তরুণ প্রজন্মের সম্ভাবনাময়ী প্রতিভাবান শিক্ষার্থী কেয়া কুজুর এবার অনলাইন টিভি চ্যানেল দি বুড্ডিষ্ট টিভি’র ব্যতিক্রম এক আয়োজন “রৌদ্রের কণায় প্রজন্মের আলো” এ অংশগ্রহণ করছেন
রংপুর মিঠাপুকুর এর তরুণ প্রজন্মের সম্ভাবনাময়ী প্রতিভাবান শিক্ষার্থী কেয়া কুজুর এবার অনলাইন টিভি চ্যানেল দি বুড্ডিষ্ট টিভি’র ব্যতিক্রম এক আয়োজন “রৌদ্রের কণায় প্রজন্মের আলো” এ অংশগ্রহণ করছেন

বহুজাতিক বাংলাদেশের উত্তরাঞ্চলে সবচেয়ে বেশি সংখ্যক আদিবাসী বসবাস করেন। ১৯৯১ সালে আদম শুমারিতে উত্তরাঞ্চলে ৩ লাখ ১৫ হাজার ৩৪১ জন আদিবাসীর কথা বলা আছে। আদিবাসী হিসেবে, সর্বোপরি বহুজাতিক বাংলাদেশের নাগরিক হিসেবে ন্যায্য অধিকার থেকেও নানাভাবে এরা বঞ্চিত। তাদের নানান বঞ্চনার মধ্যে অন্যতম হলো সর্বজনীন শিক্ষার সুযোগের অভাব। এমনি এক পরিস্হিতিতে নানা বাঁধা পেরিয়ে তরুণ প্রজন্মের সম্ভাবনাময়ী প্রতিভাবান শিক্ষার্থী,রংপুর মিঠাপুকুর এর সুনিল কুজুর.ও: লিপি টপ্য পরিবারে কেয়া কুজুর জম্ম হয়। প্রাথমিক শিক্ষা লাভ করে ২০১৬ সালে  মিঠাপুকুর মডেল উচ্চ বিদ্যালয় হতে এসএসসি পাশ, ২০১৮ সালে হেনা মেমোরিয়াল মহিলা মহাবিদ্যালয় এইচ.এস.সি পাশের পর বর্তমানে শঠিবাড়ী ডিগ্রী কলেজে বিএ ১ম বর্ষ অধ্যয়নরত। কেয়া কুজুর শুধু স্বপ্নগুলো বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় সহযোগিতা পেলেই  অসম্ভবকে সম্ভব করতে সক্ষম।

ঠিক এই সময়ে তরুণদের পছন্দ, প্রয়োজন ও ইচ্ছাকে প্রাধান্য ও ভবিষ্যতে তাঁরা কী ধরণের কর্মে নিয়োজিত হবেন, তরুণদের জন্য কী সুযোগ আছে, প্রতিভা শক্তি ও সম্ভাবনাকে জানতে অনলাইন টিভি চ্যানেল দি বুড্ডিষ্ট টিভিতে আগামী ৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা ৭.৩০ মিনিটে লাইভে প্রচারিত হবে  ৮জন তারুন্যদীপ্ত শিক্ষার্থীদের নিয়ে ব্যতিক্রম এক আয়োজন “রৌদ্রের কণায় প্রজন্মের আলো”। এই আয়োজনে অংশগ্রহণ করছেন রংপুর মিঠাপুকুর এর তরুণ প্রজন্মের সম্ভাবনাময়ী প্রতিভাবান শিক্ষার্থী কেয়া কুজুর।

আশা রাখছি তরুণ প্রজন্মের সম্ভাবনাময়ী প্রতিভাবান শিক্ষার্থী কেয়া কুজুর স্বপ্নগুলো বাস্তবায়ন হউক এবং আগামী দিনগুলি ভাল কাটুক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 sidharthatv.com
কারিগরি সহযোগিতায়: